নতুন দেশের গান নিয়ে আসছেন সাবিনা ইয়াসমিন

0
2

‘প্রাণের বাংলাদেশ’ শিরোনামে একটি দেশের গান

সুস্থ হয়ে অরিন মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলের মাধ্যমে গানে ফিরেছেন কিংবদন্তী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।

‘প্রাণের বাংলাদেশ’ শিরোনামে একটি দেশের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গীতিকার আরিফ হোসেন বাবু গ্লিটজকে জানিয়েছেন, মগবাজারের দিলু রোডের একটি স্টুডিওতে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গানটির রেকর্ড করা হয়েছে সোমবার। গানটি লেখার পাশাপাশি সুরও করেছেন বাবু; আর সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ।

বাবু বলেন, “সাবিনা ইয়াসমিনের মত কিংবদন্তি একজন শিল্পী আমার লেখা ও সুর করা গানে কণ্ঠ দিয়েছেন, এটি আমার জন্য অনেক বড় ঘটনা। গান নিয়ে সাবিনা আপার পাশে দাঁড়ানো একটা সৌভাগ্যের বিষয়। আমার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে।” গানটি কবে প্রকাশ হবে জানতে চাইলে তিনি বলেছেন, কাজটি এখনো পুরোপুরি শেষ হয়নি। গানটি আসবে অরিন মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে।

বছরখানেক ধরে মঞ্চে নেই সাবিনা। দীর্ঘদিন ধরে নেই কোনো একক গানেও। এই গানটি প্রকাশের মধ্য দিয়ে সেই বিরতি ভাঙতে চলেছে সাবিনা ইয়াসমিনের। তবে গানের মঞ্চে এই শিল্পীর ফেরার কথা ছিল চলতি বছরের শুরুতে। গত ৩১ জানুয়ারির সন্ধ্যায় বনানীর একটি হোটেলে গান গাওয়ার সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়েন এই শিল্পী, যেতে হয় হাসপাতালে। তখন চিকিৎসকের পরামর্শে পূর্ণ বিশ্রামে থাকতে হয় তাকে। সুস্থ হয়ে গত মে মাসে কানাডার টরন্টোতে বাংলাদেশ ফেস্টিভ্যালের এক কনসার্টে প্রবাসীদের গান শুনিয়েছেন সাবিনা।

সাবিনা ইয়াসমিন প্রথম দফায় ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ২০০৭ সালে। পরে চিকিৎসায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরে পেয়েছিলেন শিল্পী। পরের বছরগুলোয় দেশ বিদেশেও সংগীতের বহু অনুষ্ঠানে সাবিনাকে পেয়েছিল দর্শক।

গত বছরের ফেব্রুয়ারিতে ফের সাবিনার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর আসে। পরে দেশবাসীর উদ্দেশে এক বার্তায় সিঙ্গাপুরে তার চিকিৎসা নেওয়ার কথা জানিয়ে সাবিনা বলেছিলেন, গতবছর ৭ ফেব্রুয়ারি তার দাঁতে ছোট একটি অস্ত্রোপচার হয়েছে। তারপর পুরোপুরি সুস্থ হতে তাকে অনেকগুলো রেডিওথেরাপি নিতে হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here