বয়ান শিল্পাঙ্গনের ২য় প্রযোজনা ’স্পার্টাকাস বিষয়ক জটিলতা‘ নাটকের প্রথম মঞ্চায়ন গত ৩ জুলাই, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউটে মঞ্চস্হ হলো। প্রখ্যাত নাট্যকার প্রয়াত মমতাজউদদীন আহমদ রচিত নাটকটির পরিকল্পনা ও নিদের্শনায় ছিলেন সায়েম উদ্দীন।
প্রথাবিরোধী রাজনৈতিক ব্যঙ্গধর্মী নাটক ’স্পার্টাকাস বিষয়ক জটিলতা‘ উপস্থাপন করে আধুনিক সমাজ ও ক্ষমতার দ্বন্দ্ব, প্রতিরোধের প্রতীক এবং স্বপ্নভঙ্গের বাস্তবতাকে। নাট্যকলা ও দর্শনচিন্তার মেলবন্ধনে নাটকটি দর্শকের মাঝে ভিন্নতর এক আবহ তৈরি করে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রাইসা, সাজু বড়ুয়া, জহির মামুন, কবিতা, সুব্রত পাল, পার্থ সারথি দে, রেশমি, সুমি, রিক্তা, রাসেল, প্রাণেশ ও সায়েম উদ্দীন প্রমুখ। নাটকটির রূপসজ্জা, আলো, আবহ সংগীত, সেট, প্রপস ও টেকনিকাল সাপোর্টে ছিলেন যথাক্রমে শাহীন চৌধুরী, সীমান্ত বড়ুয়া, আজমল নবীন, আব্দুল হান্নান, কবিতা, রক ডায়াস, ফাহিম রায়হান ও সাইম।
বৃষ্টিস্নাত সন্ধ্যায় থিয়েটারপ্রেমী দর্শকদের সরব উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। নিয়মিতভাবে নতুন নতুন নাটক মঞ্চায়নের মাধ্যমে নাট্যচর্চাকে বেগবান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে প্রযোজক দলের পক্ষ থেকে জানানো হয়।