বাংলাদেশ বৌদ্ধ শিল্পী সম্মিলন পরিষদের প্রথম কমিটি

0
70

বিপুল কান্তি বড়ুয়া সভাপতি ও শ্যামল চৌধুরী মহাসচিব নির্বাচিত

’সংস্কৃতি বিকাশে সাম্যের জয়গানে’ শ্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন মিডিয়ায় সমস্ত বৌদ্ধ সংগীতশিল্পী, নৃত্যশিল্পী, অভিনয়শিল্পী, যন্ত্রশিল্পী, গীতিকার, সুরকার, নাট্যকার, উপস্থাপক, নির্মাতা ও বাচিক শিল্পীদের সম্পৃক্ত করার মানসে আত্মপ্রকাশ করে বাংলাদেশ বৌদ্ধ শিল্পী সম্মিলন পরিষদ। আজ রবিবার (৬ জুলাই ২০২৫) সকাল ১১টায় নগরের জামালখানস্থ বৌদ্ধ যুব পরিষদ মিলনায়তনে ‘বাংলাদেশ বৌদ্ধ শিল্পী সম্মিলন পরিষদ’র সাধারণ সভা পরিষদের আহ্বায়ক সংগীতশিল্পী বিপুল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আহ্বায়ক পরিষদের সদস্য সচিব গীতিকার ও নাট্যনির্মাতা শ্যামল চৌধুরী বিগত সভার কার্যবিবরণী তুলে ধরেন এবং সভা সঞ্চালনা করেন।

সভার আলোচ্যসূচির উপর বক্তব্য রাখেন নাট্যকর্মী সঞ্চিতা বড়ুয়া, সংগীতশিল্পী দোলনচাঁপা বড়ুয়া, সংগীতশিল্পী বিজন মুৎসুদ্দী, নাট্যজন অধ্যাপক ড. বিকিরণ বড়ুয়া, নাট্যজন সুমন বড়ুয়া টিংকু, নৃত্যশিল্পী অনন্য বড়ুয়া, বাচিকশিল্পী ইলা বড়ুয়া, সংগীতশিল্পী নাগসেন বড়ুয়া, সংগীতশিল্পী দেবজিৎ বড়ুয়া বাপ্পা, বাচিকশিল্পী সুপ্রিয় কুমার বড়ুয়া, অভিনয়শিল্পী বনকুসুম বড়ুয়া, অভিনয়শিল্পী দেবাশীষ বড়ুয়া সাজু, সংগীতশিল্পী আলপনা বড়ুয়া, অভিনয়শিল্পী হেমা বড়ুয়া, সংগীতশিল্পী জুসি বড়ুয়া, উপস্থাপক সেঁজুতি বড়ুয়া, অভিনয়শিল্পী অধীতি বড়ুয়া, উদীয়মান সংগীতশিল্পী উর্মি বড়ুয়া, অপূর্ব বড়ুয়া প্রমুখ।


সভায় সর্বসম্মতিক্রমে বিপুল কান্তি বড়ুয়াকে সভাপতি ও শ্যামল চৌধুরীকে মহাসচিব নির্বাচিত করা হয় এবং আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তারা পরিষদের আদর্শ-উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি আগ্রহীদের প্রতিভা বিকাশের মাধ্যমে প্রতিভাবান প্রজন্ম তৈরিতে উদ্যোগী হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। এছাড়াও পরিষদের প্রথম সম্মেলন ও অভিষেক অনুষ্ঠানের সম্ভাব্য ২৬ জুলাই আয়োজনের একটি উপ-কমিটিও গঠন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here